আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা সেমিনার কক্ষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টার সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী।
সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ শামীমের উপস্থাপনায় আলোচনায় অংশ গ্রহণ করেন উপাধ্যক্ষ মাওলানা মো. আতিকুর রহমান ছিদ্দিক, প্রভাষক সেলিম রেজা, সহকারী শিক্ষক মাষ্টার সিরাজ উদ্দিন, মাষ্টার মনির হোসেন, শিক্ষার্থী তারেকুর রহমান, আলিফা আক্তার, রায়হান রাব্বি,নুসরাত জাহান, মুন্না আহমদ, প্রমূখ।
শুরুতে কোরআন তেলাওয়াত ও সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী আহমদ মুজতবা ও নাহিদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাছিত হাতিডহরী, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার মাতারগ্রামী, প্রভাষক মাওলানা শাহিদুর রহমান, সহকারী শিক্ষক মাষ্টার মুহি উদ্দিন চৌধুরী, মাওলানা মো. আতাউর রহমান, মাওলানা ইমরান হোসাইন, আহমদ আল মাছরুর, মাওলানা মো. দেলওয়ার হোসেইন চৌধুরী, মাওলানা মো. আব্দুল কাইয়ুম, মাওলানা মো. শরীফ উদ্দিন, প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত এবং মহান ভাষা শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
বিষয়
অমর একুশে