তিনি কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে আরো বলেন, আমাদেরকে প্রকৃত মুমীন হতে আল্লাহ ও তাঁর রাসুল (সা) কর্তৃক বারনকৃত বিষয়াবলি বর্জন পূর্বক ধৈর্যশীলতার গুনাবলী অর্জন আবশ্যক। কেননা এর মাধ্যমে সকল অনাচার-অবিচার, জুলুম-নির্যাতন, পরনিন্দা ও আত্মম্ভরিতা থেকে মুক্ত থেকে নিজেকে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি সমাজ ও জাতিকেও সুন্দর করা যাবে। পরকালের ভয়ালক্ষনে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় লাভ হবে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ শামীম, শিক্ষার্থী মাহফুজুর রহমান ও মাজহারুল ইসলাম চৌধুরীর যৌথ উপস্থাপনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শেহাব উদ্দিন আলীপুরী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক মাওলানা মুশাহিদ আহমদ কামালী, দারুল হাদীস লতিফিয়া ইউকের সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল আউয়াল হেলাল, ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান ছিদ্দিক, মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, মুহাদ্দিস মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার, মাওলানা আবুল কাসেম সিদ্দিকী, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, রবিরবাজার আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মাহবুব আলম মারুফ প্রমূখ।