বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিশ্বনাথ প্রতিনিধি:
শ্রদ্ধা ও ভালবাসায় বিশ্বনাথে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়েছে। পাকিস্তান আমলে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চলে নির্বিচার গুলি। তাতে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ অনেকে। তাদের ত্যাগের বিনিময়ে আসে বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতি। সেই আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার পথরেখাও তৈরি করে দেয়। শহীদদের স্মরণে ১৯৫৩ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো পালিত হয় ‘ জাতীয় শহীদ দিবস’। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে তা রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। এর মধ্যে ২০১০ সালে জাতিসংঘের সিদ্ধান্তে ২১ ফেব্রুয়ারি বিশ্বের ১৯৩টি দেশে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে।

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বনাথের বৃহৎ মিডিয়াকর্মীদের সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব  এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও এস.এন.বি লাইভ পেইজের পরিচালক ধারাভাষ্যকার এ.কে.এম.তুহেম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শাহীন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কবি এস.পি.সেবু, সদস্য আলতাব হোসেন, সদস্য আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দীন ও এস.এন.বি' পেইজের সহকারী ও দৈনিক সবুজ বাংলাদেশ এর বিশ্বনাথ প্রতিনিধি মো.আরকুম আলী প্রমুখ।

আলোচিত বিশ্বনাথ ডটকম
আলোচিত বিশ্বনাথ ডটকমের পক্ষ থেকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি শাহ আসাদ্দুজামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগ   শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা আওয়ামীলীগ  ত্রান সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, উপজেলা আওয়ামীলীগ নেত্রী আফিয়া বেগম, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর কৃষকলীগ আহবায়ক বিকাশ মালাকার, আওয়ামীলীগ নেতা বিভাংশু গুন বিভু, আওয়ামীলীগ নেতা শাহিন মিয়া, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, যুবলীগ নেতা রাজু আহমদ খান, বিশ্বনাথ পৌরসভা কাউন্সিলর জহুর আলী, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, পৌর আওয়ামীলীগ নেতা জাবেদ মিয়া, পৌর আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা আরকুম আলী, উপজেলা প্রেস ক্লাব দপ্তর সম্পাদক কবি এস.পি.সেবু, আয়াছ আলী। আলোচিত বিশ্বনাথ এর প্রধান এডিটর ও বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সদস্য অজিত দেব, আলোচিত বিশ্বনাথ এর প্রকাশক ও সম্পাদক  সুজিত দেব প্রমূখ।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, আমাদের সবার উচিত দেশের প্রকৃত ইতিহাস জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। সবারই উচিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা।

নবীনতর পূর্বতন