সৌদিতে মাটি চাপায় দুই সিলেটি যুবক নিহত

সৌদি আরবের রিয়াদে বলিবার্ড আলবাওয়ানির কর্মস্থলে কাজ করতে যেয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মাটি চাপায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের ফরিদ উদ্দীনের পূত্র নাছির উদ্দীন ও কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর পূত্র তেরা মিয়া নামের ২ যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরোও দুজন। তারা হলেন গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের নুরুল আমিন ও কোম্পানিগঞ্জের দলইর গাঁও গ্রামের রাজিব মিয়া।
নিহত নাছির উদ্দীনের পিতা ফরিদ উদ্দিন ও সুন্দাউরা গ্রামের বিলাল উদ্দীন জানান, কর্মস্থলে মাটি চাপায় পড়ে নাছির উদ্দীন ও তেরা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আহত নুরুল আমিন ও রাজিব মিয়া হাসপাতালে আছেন চিকিৎসাধীন। লাশ দেশে আনার জন্য সকল প্রবাসী সংগঠনের প্রতি সহযোগিতার উদাত্ত আহ্বান জানান নিহতদের পিতা।

নবীনতর পূর্বতন