সিলেট কেন্দ্রীয় কারাগারে ফুলতলী ছাহেব বাড়ির পক্ষ থেকে কয়েদিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ



জকিগঞ্জ প্রতিনিধি  ::
সিলেট কেন্দ্রীয় কারাগারে মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীর নির্দেশনায় পরিচালিত লতিফি হ্যান্ডসের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার কারাগারে কয়েদিদের মধ্যে শীতের পোশাক, লুঙ্গি, শাড়ী, বাচ্চাদের জন্য কাপড় ও তৈল সাবান ইত্যাদি বিতরণ করেন যুগের হাতেমতাঈ খ্যাত মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য হযরত আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী এমপি। এ সময় উপস্থিত ছিলেন লতিফিয়া এতিমখানা ফুলতলী'র ব্যবস্থাপক, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) এর সুযোগ্য নাতি মাওলানা ফারহান আহমদ চৌধুরী ফুলতলী।

নবীনতর পূর্বতন