ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় বিশ্বনাথের যুবক নিহত

ওসমানীনগর প্রতিনিধি : 
ওসমানীনগর উপজেলার দয়ামীরে ট্রাকের ধাক্কায় ফখরুল ইসলাম ওরফে পংকি (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ফখরুল ইসলাম বিশ্বনাথ উপজেলার নওধার রহমান গ্রামের আফতাব আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারের পাশ্ববর্তী মাহরা কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগর থানার দয়ামীর বাজারের পাশে মাহরা কনভেনশন সেন্টারের সামনে ঢাকাগামী মহিষবহনকারী (ঢাকা মেট্রো-ড-১৪-৭৪০৮) একইদিক যাওয়া মোটরসাইকেল (সিলেট মেট্রো-ল- ১১-৭১৫২) কে পিছন দিক থেকে স্বজরো ধাক্কা দেয় এতে মোটরসাইকেল আরোহী পংকি গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা ও পুলিশ আহত পংকিকে উদ্ধার করে ওসমানী নগর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি গাড়ি জব্দ করা হয়েছে। যেহেতু মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে তাই এটি তামাবিল হাইওয়ে থানা পুলিশ পরবর্তী পদেক্ষেপ গ্রহণ করবে।
নবীনতর পূর্বতন