জকিগঞ্জে ৩ দিনব্যাপি ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প


ব্রিটেন প্রবাসী চক্ষু বিশেষজ্ঞ ডা. সৈয়দ তোফায়েল আহমদের সার্বিক ব্যবস্থাপনায় ও বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতা ৩ দিন ব্যাপি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

একঝাঁক তরুণ চক্ষু চিকিৎসক ব্রিটেন থেকে এসে ২৭ ফেব্রুয়ারী বীরশ্রী ইউনিয়নের পিরনগর,২৮ ফেব্রুয়ারি মানিক পুর ইউনিয়নের ফুলতলী ছাহেব বাড়ি ও ২৯ ফেব্রুয়ারী সুলতান পুর ইউনিয়নের গনিপুর ছাহেব বাড়িতে ২ হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসা পত্র,ঔষধ ও পাওয়ার অনুযায়ী চশমা প্রদান করেন।বাছাইকৃত চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।

ক্যাম্প পরিচালনায় আর্থিক সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে লতিফি হ্যান্ডস,ভিশন মিশন ইউকে, নিউ লাইফ মেডিকেল সার্ভিস, আই কেয়ার অনকল, আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স সহ আরো বেশ কয়েক টি সংস্থা।

নবীনতর পূর্বতন