জুবায়ের আহমদ,
সিলেটের জকিগঞ্জে নিখোঁজ হওয়ার ৬ দিন পর মোশাররফ হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্রের লাশ জকিগঞ্জ-রতনগঞ্জ রোডের পুর্ব পাশের কুছিরখালে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ দুপুরের দিকে স্থানীয়রা মোশাররফ হোসেনের লাশ পানিতে ভাসতে দেখলে নিহতের চাচা শামীম আহমদ এসে লাশ সনাক্ত করেন। পরে বিকালে জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে নিহত মোশাররফের লাশ উদ্ধার করেন। বর্তমানে লাশের ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হতভাগ্য মোশাররফ জকিগঞ্জ উপজেলার গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির ৮ম শ্রেণির ছাত্র এবং এওলাসার গ্রামের জামিল আহমদ চৌধুরী ও কুলসুমা বেগমের পুত্র।
জানা যায়, ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৮ টায় পাশ্ববর্তীগ্রাম নান্দিশ্রী ঈদগাহ মাঠে ওয়াজ শুনতে গিয়ে সে নিখোঁজ হয়। তিনদিন থেকে কোনো খোঁজ না পাওয়ায় গত ৯ ফেব্রুয়ারী তার পিতা জামিল চৌধুরী জকিগঞ্জ থানায় একটি জিডি করেছিলেন।
বিষয়
জকিগঞ্জের খবর