ফুলতলী ছাহেব বাড়ীতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প : পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

জকিগঞ্জ প্রতিনিধি ::

জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়ীতে লতিফি হ্যান্ডস যুক্তরাষ্ট্র মিশিগানের ব্যবস্থাপনায় আমেরিকা প্রবাসী শেরুজ্জামান কোরেশি জাহানের মাধ্যমে গতকাল মঙ্গলবার ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চলা এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে অসহায় দরিদ্র ৫৭৭ জন রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন। চোখের পরীক্ষা-নীরিক্ষা শেষে বিনামূল্যে ৩১০ জনকে ঔষধ, ৮৩জনকে চশমা দেয়া হয়েছে।
ক্যাম্প ইনচার্জ আব্দুল মুকিত জানান ক্যাম্প থেকে অপারেশন উপযুক্ত ১৩৮ জনের মধ্য থেকে ৭ফেব্রুয়ারী,  বুধবার প্রথম ধাপে ৩০ জনের চক্ষু অপারেশন চলমান রয়েছে। পরবর্তীতে ১০৮জন রোগীকে ধাপে ধাপে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করানো হবে। চক্ষু রোগী ছাড়া অন্যান্য আগত রোগীদের চিকিৎসা দিয়েছেন অধ্যাপক ডা কাওসার আহমেদ, ডা সাব্বির রহমান।
উল্লেখ্য, লতিফি হ্যান্ডস বাংলাদেশ প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন এলাকায়  আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলীর নির্দেশনায় ও বিভিন্ন দাতাদের  আন্তরিক সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে থাকে।

নবীনতর পূর্বতন