জকিগঞ্জে কৃষি অধিদপ্তরের সরিষা প্রদর্শনী মাঠ দিবস উদযাপন

জকিগঞ্জ উপজেলার সকল পতিত জমি আবাদের আওতায় আনতে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তা বাস্তবায়নে নানা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। জমি অনুপাতে আমন ধান, বোরো ধান, আউশ ধান, শাক-সবজি, সরিষা, ফল-ফুল সহ সকল প্রকার খাদ্যশস্য আবাদের মাধ্যমে ক্রমান্বয়ে পতিত জমিগুলো আবাদের আওতায় আনা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের আবাদকৃত সরিষা প্রদর্শনী উপলক্ষ্যে মাঠ দিবস পালন হয়েছে।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফরিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, ইউনিয়ন কৃষি অফিসার নাফিস আহমদ প্রমুখ। এতে উপজেলা কৃষি অধিদপ্তরের সকল উপ-সহকারী কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের সুধীজন ও উৎসাহি কৃষকগণ অংশগ্রহণ করেন।
জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মুমিন বলেন, সরকারি কৃষি প্রণোদনার মাধ্যমে এবছর ৪৪১ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। এভাবেই একের পর এক জকিগঞ্জের অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আসছে।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম কৃষকদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার গড়ে তোলা ও কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছেন। তার লক্ষ্য বাস্তবায়নে বেশি বেশি করে সরিষা চাষ করে নিজের চাহিদা মিটিয়ে অন্যের চাহিদা মেটাতে হবে। নিয়মিত সোবিন তেল খেয়ে শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। প্রতিবছর একই ফসল ফলানো যাবে না। সয়াবিনের পাশাপাশি সরিষার চাষ করতে হবে। আপনারা সবসময় কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ রাখবেন।

নবীনতর পূর্বতন