জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের ভূইয়ারমেরা গ্রামের কৃষকের চুরি হওয়া দুটি গরুসহ চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এসআই জাহেদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় অভিযান চালিয়ে চোরাই হওয়া গরুসহ ৪ গরুচুরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাদেরকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত গরুচোরেরা হল সিলেট এয়ারপোর্ট থানার বড়শালা এলাকার আব্দুর রউফের ছেলে আলম হোসেন (২১), আব্দুল করিমের ছেলে নাদিম আহমদ (২০), মাহমুদুল হাসানের ছেলে শাহ মো. নূর উল্লাহ (১৯) ও মৃত নাছির মিয়ার ছেলে সেলিম মিয়া (২১)।
অভিযানে নেতৃত্ব দানকারী জকিগঞ্জ থানার এসআই জাহেদ হোসেন জানান, গত মঙ্গলবার রাতে ভূইয়ারমোরা গ্রাম থেকে এক কৃষকের দুটি গরু চুরি হয়েছিলো। এ ঘটনায় ঐ কৃষক জকিগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তভার পেয়ে সোর্স নিয়োগ করে গোপন সংবাদের ভিত্তিতে চারখাই এলাকায় অভিযান চালিয়ে গরুসহ ৪ চোরকে গ্রেফতার করেন এবং চুরি কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্ধ করেন।