আহমদ হোসাইন আইমান ::
বারঠাকুরী ইউপি আল-ইসলাহ'র সভাপতি আলহাজ ক্বারী মাসুক আহমদের পিতা মরহুম আতর আলী ঈদই মিয়ার ১০ তম ঈসালে সওয়ার উপলক্ষে শুক্রবার দুপুরে বারগাত্তা গ্রামের ইউপি সদস্য মাসুক আহমদ মেম্বারের বাড়ীতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. মাহমুদ হাসান চৌধুরী রায়হান, মরিচা বাগান বাড়ীর হাজী ইসমাইল মিয়া, বারগাত্তার হাফিজ মেছাব হযরত হাফিজ মুশাহীদ আলী (রহ.)-এর বড় ছাহেবজাদা হাফিজ আব্দুন নূর, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর দারুল কিরাতের প্রথম পর্যায়ের ছাত্র বারগাত্তা গ্রামের হাফিজ আব্দুস সাত্তার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র অফিস সম্পাদক মাও. আব্দু হালিম লিমন, বারঠাকুরী ইউনিয়ন আল-ইসলাহ'র সাধারণ সম্পাদক মাও. শরীফ উদ্দিন, সিলেট জেলা তালামীযের সাবেক সভাপতি মাও. ইসলাম উদ্দিন চৌধুরী, বারঠাকুরী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ, যুব নেতা জামী চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপিকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন বারঠাকুরী ইউপি আল-ইসলাহ'র সভাপতি আলহাজ্ব ক্বারী মাসুক আহমদ মেম্বার, মরহুমের ছেলে কুয়েত প্রবাসী ফারুক আহমদ ও নোমান আহমদ, মরহুমের নাতি সাদিকুর রহমান ও তারেক আহমদ।
অনুষ্ঠানে বারঠাকুরী ইউনিয়নের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।
বিষয়
সম্মাননা-সংবর্ধনা