সিলেটের জকিগঞ্জে আবহমান বাংলার প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তরুনদের সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাব। গতকাল সন্ধ্যায় জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের হাতিডহর গ্রামে সাংবাদিক ও কলামিস্ট মাজহারুল ইসলাম জয়নালের বাড়ীতে জকিগঞ্জ তথা পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী মুখরোচক খাবার চুঙ্গাপোড়া উৎসবের আয়োজন করে নতুন প্রজন্মের সাথে প্রাচীন ঐতিহ্যকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াস করে পিসফুল টুরিস্ট ক্লাব। কালের আবর্তে চুঙাপিঠা আজ হারিয়ে যেতে বসেছে। শীতের কনকনে রাতে ঘটা করে এরকম একটি বিলুপ্তপ্রায় চুঙ্গাপোড়া উৎসবের আয়োজন করে সর্বমহলে প্রসংশিত হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে রাত ১০ পর্যন্ত চলে এই পিঠা উৎসব। সাংবাদিক, সংস্কৃতিকর্মী, সমাজসেবী ও শিক্ষাবিদ সহ প্রায় শতাধিক লোকের উপস্থিতিতে জমে উঠেছিল হারিয়ে যাওয়া ঐতিহ্য গ্রাম-বাংলার চুঙ্গাপোড়া উৎসব।
পিসফুল টুরিস্ট ক্লাবের সহ- সভাপতি জাকির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিন্সিপাল জামিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, পিসফুর টুরিস্ট ক্লাবের সভাপতি রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, ইউপি সদস্য আবুল হোসেন, ডা. নজরুল ইসলাম নমিক।
মাওলানা মাশহুদুল হকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সদস্য ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোঃ জুবায়রুল হাসান।
উপস্থিত ছিলেন প্রভাষক কাউছার আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, কোষাধ্যক্ষ তারেক আহমদ, দৈনিক জৈন্তাবার্তার জকিগঞ্জ প্রতিনিধি আব্দুল মুকিত, দৈনিক গণজাগরণের জকিগঞ্জ প্রতিনিধি মো: হাবিবুর রহমান, দৈনিক বিজয়ের কন্ঠের জকিগঞ্জ প্রতিনিধি জুবায়ের আহমদ, জকিগঞ্জ বার্তার সম্পাদক সাংবাদিক এনামুল হক মুন্না, জকিগঞ্জ টিভির আহমদ হোসেন আইমান, সাংবাদিক রায়হান আহমদ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা শফিকুর রহমান, হাসান আহমদ খান, শিপার হক তাপাদার শিপু, আব্দুর রহমান সায়েম, অজয় দত্ত পুরকায়স্থ, জাহাঙ্গীর আলম, নোমান আহমদ, সাইফুর রহমান মাছুম, আব্দুল ওয়াহিদ, আব্দুল বাছিত, মিজান আহমদ তাপাদার, সুহেল পারভেজ, রুজেল আহমদ।
সংগঠনের সভাপতি, লেখক ও সাংবাদিক মাজহারুল ইসলাম জয়নাল বলেন, কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে আমাদের ঐতিহ্যবাহী চুঙা পিঠা। আগেকার সময় শীতের রাতে বাড়িঘরে চুঙ্গাপিঠা উৎসব হতো। বর্তমানে এগুলো স্বপ্নের মতোই মনে হয়। সিলেটের এ ঐতিহ্যকে ধরে রাখতে সিলেটের লোকজ সংস্কৃতির অন্যতম এই পিঠার সাথে আগামী প্রজন্মকে পরিচয় করিয়ে চুঙ্গাপিঠা উৎসবের আয়োজন করা হয়।
বিষয়
ইতিহাস-ঐতিহ্য