জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের বৃহত্তর হাজীগঞ্জ এলাকার সেবামূলক সংগঠন হাজীগঞ্জ উন্নয়ন পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও কাউন্সিল গতকাল শুক্রবার বাদ মাগরিব সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার উপদেষ্ঠা আব্দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্ঠা সদস্য হুসেন আহমদ, জালাল উদ্দিন, মুজিবুল হক, এখলাছুর রহমান মিরাসী, ওহিদুর রহমান ছাদ, আব্দুল বাসিত মিরাসী, নেজাম উদ্দীন প্রমূখ।
সভায় বিগত তিন বছরের কার্যক্রম নিয়ে আলোচনা - পর্যালোচনা করো উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে মিফতাহুল জান্নাত মারুফকে সভাপতি ও হাফেজ মাওলানা জুবায়ের আহমদকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ মোহাম্মদ তাজুল (পশ্চিম মৌলভীচক), সহ-সভাপতি ছাব্বির আহমদ (নওয়াগ্রাম), জুয়েল আহমদ (উত্তর আইয়র), নাসির লস্কর (চিনির চক) যুগ্ম সম্পাদক ইমাদ উদ্দিন (পশ্চিম মৌলভীচক), সহ-সম্পাদক ফখরুল ইসলাম (পূর্ব মৌলভীচক) ও জাহেদ আহমদ (পশ্চিম মৌলভীচক), সাংগঠনিক সম্পাদক কামিল আহমদ (পূর্ব মৌলভীচক), সহ-সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ মিরাসী (দক্ষিণ মৌলভীচক), সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ (উত্তর আইয়র), সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান তালুকদার (মধ্য মৌলভীচক), প্রচার সম্পাদক মাহফুজ ইসলাম চৌধুরী (আইয়র), সহ-প্রচার সম্পাদক: আব্দুল মান্নান চৌধুরী (আইয়র), অর্থ সম্পাদক শাহজাহান তালুকদার (মৌলভীচক), সহ-অর্থ সম্পাদক আশরাফ আহমদ (পূর্ব মৌলভীচক) , সমাজ কল্যাণ সম্পাদক কামিল আহমদ (মৌলভীচক) সহ-সমাজ কল্যাণ সম্পাদক শাহান আহমদ (উত্তর আইয়র) ,অফিস সম্পাদক আবুল হুসেন (পশ্চিম মৌলভীচক), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান (মৌলভীচক), সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুফিয়ান আহমদ (চিনিরচক), অনুষ্ঠান বিষয়ক সম্পাদক গুলজার আহমদ লস্কর (পশ্চিম মৌলভীচক), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবিদুর রহমান পারভেজ (আইয়র), ক্রীড়া সম্পাদক শুয়েব মাহমুদ (নওয়াগ্রাম), সহ-ক্রীড়া সম্পাদক আলিম উদ্দীন (উত্তর আইয়র), নির্বাহী সদস্য মুহসিন আহমদ (আইয়র), তামিম আহমদ (উত্তর আইয়র), হাফিজ ইয়াহইয়া আহমদ (মৌলভীচক), বাবর আহমদ (মৌলভীচক), মাহবুব আহমদ (উত্তর আইয়র), কাওসার আহমদ (মৌলভীচক), জাবের আহমদ (উত্তর আইয়র), তামিম আহমদ (লক্ষীরায়েরচক), নাইম আহমদ (মৌলভীচক), জাহেদ আহমদ (নওয়াগ্রাম), নাসির আহমদ (মৌলভীচক), খায়রুল ইসলাম (মৌলভীচক), ছালেক আহমদ (মৌলভীচক), মনাফ আহমদ (নওয়াগ্রাম), শাহিন আহমদ (মৌলভীচক) প্রমুখ।