জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপির সাথে শুক্রবার সকালে প্রতিমন্ত্রীর বাসভবনে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ এক সাক্ষাতে মিলিত হন। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ নতুন মন্ত্রীসভায় নিযুক্ত হওয়ায় সিলেটের গণমানুষের নেতা শফিকুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। জবাবে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রেসক্লাব জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সহ-সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, অফিস সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।