জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা ::
জকিগঞ্জ উপজেলার উত্তর কসকনকপুর গ্রামের সৌদিআরব প্রবাসী, আল-মারওয়ান ট্রাভেল্সের স্বত্বাধিকারী হাজী নূর উদ্দীনের বাড়ীতে সোমবার রাত আনুমানিক ৮টার সময় আকস্মিক আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের লেলিহান শিখায় মুহুর্তেই ভষ্ম হয়ে যায় প্রায় ৪৫ বিঘা জমির ফসল ও গৃহপালিত পশুর জন্য রাখা খড়কুটো। পাশে থাকা গরুর ঘরেও আগুন লেগে যায়, তবে স্থানীয়দের সহায়তায় কোনো রকমে গরুগুলো উদ্ধার করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ঘরে থাকা আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
প্রবাসী হাজী নূর উদ্দীনের ভাই হাজী আসাদ উদ্দীন জানান, রাতের আঁধারে কে বা কাহারা আমাদের বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। আকস্মিকভাবে চতুর্দিক থেকে আগুন লেগে ভষ্ম হয়ে যায় গো-খাদ্য হিসেবে রাখা খড়কুটো।
স্থানীয়রা জানান, দুইদিন আগেও মসজিদের পাশের বিদ্যুতের খুটি থেকে ট্রান্সফরমার খুলে চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা।
ধারণা করা হচ্ছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে বা শত্রুতার জেরে দূর্বৃত্তরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। এ ঘটনার সুষ্টু তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সৌদিআরব পবিত্র মক্কা নগরীতে থাকা প্রবাসী ও আল-মারওয়ান ট্রাভেলসের স্বত্বাধিকারী হাজী নুরুদ্দীন।
ইতোমধ্যে ঘটনাস্থল এসে সরেজমিন দেখে যান কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন। তিনি এ ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট দাবী জানান।
জকিগঞ্জ থানার এসআই মহরম মিয়া জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিযন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। কি কারণে আগুন লেগেছে, তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত সাপেক্ষ।