আনজুমানে আল-ইসলাহ সাউথ লন্ডন ব্রাঞ্চের কাউন্সিল সম্পন্ন

সবুজপ্রান্ত ডেস্ক :
আনজুমানে আল-ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের আওতাভুক্ত সাউথ লন্ডন ব্রাঞ্চের ২০২৩-২৫ সেশনের কাউন্সিল গত ২৯ নভেম্বর বুধবার দারুল হাদীস লতিফিয়া কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়।
সাউথ লন্ডন ব্রাঞ্চের সভাপতি হাফিজ মাও. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ ইউকের এডুকেশন এন্ড ট্রেনিং সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল কাহ্হার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে গ্রেটার লন্ডন ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা হাফিজ কয়েছ উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে গ্রেটার লন্ডন ডিভিশনের ভাইস-প্রেসিডেন্ট মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, জেনারেল সেক্রেটারী মোঃ ছদরুল ইসলাম ও টাওয়ার হ্যামলেটস শাখার প্রেসিডেন্ট মাওলানা মুজতবা হাসান চৌধুরী নুমান ফুলতলী।

কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে মোঃ সেলিম রহমানকে প্রেসিডেন্ট এবং মাওঃ মোঃ মাহমুদুর রহমান চৌধুরীকে সেক্রেটারি নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন ভাইস প্রেসিডেন্ট- হাজি ফয়সল আহমদ ও মোঃ মখলিছুর রহমান, ট্রেজারার- মোঃ আঙ্গুর আলী, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি- মোঃ আনোয়ার হোসাইন রিপন, অর্গানাইজেশন সেক্রেটারি- মোঃ আব্দুল করিম, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি- আওলাদ আলী, ট্রেনিং এন্ড ইমপ্লোমেন্ট সেক্রেটারি- ক্বারী আমিন রাহমান, ওয়েলফেয়ার সেক্রেটারি- মোঃ গউস উদ্দিন, এক্সিকিউটিভ মেম্বার- ইকবাল আহমেদ, আব্দুল লতিফ ও আবুল হোসাইন ওয়াদুদ।
মোঃ আনোয়ার হোসাইন রিপনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কাউন্সিল অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন হাফিজ মাওঃ আনোয়ার হোসেন।

নবীনতর পূর্বতন