আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, কেটলি মার্কার প্রতিনিধি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সমর্থনে অদ্য ৩০ ডিসেম্বর শনিবার রাত ৯ ঘটিকার সময় জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের নওয়াগ্রামে অনুষ্ঠিত হয়।
সিলেট কোতোয়ালি থানার সাবেক ওসি আতাউর রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কেটলি মার্কার প্রতিনিধি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালিক চেয়ারম্যান, কাজী হিফজুর রহমান, বদরুল ইসলাম মেম্বার, বেলাল আহমদ, আবুল কালাম প্রমুখ।