জকিগঞ্জ প্রতিনিধি ::
সিলেট-৫ আসনে দ্বাদশ জাতীয় সংসদ সির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচিত হলে একাত্তর বিধি অনুযায়ী দলীয় সিন্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয়া যায় না, তাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়ে সর্বস্থরের মানুষের প্রতিনিধিত্ব করতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, ঐসব দলের নির্যাতিত নেতৃবৃন্দ এবং অধিকার ও সুবিধা বঞ্ছিত মানুষের পক্ষে সংসদে কথা বলার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে মাদ্রাসা শিক্ষার স্বকিয়তা রক্ষাসহ পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিরোধী বিষয়াদি দুরীকরণে সাহসী ভূমিকা পালন করবো।
সোমবার দুপুরে জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিতত ছিলেন আনজুমানে আলইসলার সাংগঠনিক সম্পাদক মাও. মাহমুদ হাসান চৌধুরী রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সবুর, উপজেলা আল-ইসলাহ'র সাধারণ সম্পাদক মাও. কুতবুল আলম, মাও. ছালিক আহমদ, মাও. ফারহান আহমদ চৌধুরী রেদা, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ'র সভাপতি মাও. কাজী হিফজুর রহমান, উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাও.ফদ্বলুর রহমান, তালামীযের কেন্দ্রীয নেতা ইসলাম উদ্দীন চৌধুরী, সিলেট জেলা তালামীয নেতা শাকের আহমদ, উপজেলা তালামীয সভাপতি আলীম উদ্দীন, সাবেক সভাপতি আবু সায়িদ আশিক, সাধারণ সম্পাদক সাদিকুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাও. হুছামুদ্দীন চৌধুরী বলেন, জাতীয় সংসদ হলো দাবী আদায়ের সর্বোচ্চ ফোরাম। সেখানে যে কোনো কথা বললে, তা সহজে সরকার ও জাতির কাছে পৌছে যায়। তাই সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে দলীয় নেতাকর্মীও আল্লামা ফুলতলী (রহ.)-এর ভক্ত-মুরিদানের মতামত নিয়েই নির্বাচনে প্রার্থী হয়েছি। সুষ্টু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী প্রতিদ্বন্ধি প্রার্থীদের প্রতিযোগিতার মনোভাব বজায় রেখে সকল পক্ষকে শান্তি শৃংখলা ও উৎসবমূখর নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহবান জানান। সাংবাদিকদের প্রশ্লের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই আমাকে সংসদে দেখার আহবান জানিয়ে আসছেন। তিনি আরোও বলেন, স্থানীয় উন্নয়নের ব্যাপারে সকল প্রকার বৈষম্য ও আঞ্চলিকতার উর্ধ্বে থেকে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে বিগত দিনের মতো সুখে দুখে মানুষের পাশে থাকবো।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি শ্রীকান্ত পাল, কালেরকন্ঠ প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, দৈনিক জালালাবাদ প্রতিনিধি এখলাছুর রহমান, দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা জুবায়ের আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আল-হাসিব তাপাদার, জকিগঞ্জ এস টিভির রহমত আলী হেলালী, জকিগঞ্জ ওয়ান টিভির মুর্শেদ লস্কর, দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি আব্দুল মুকিত, জকিগঞ্জ আই টিভির জাহাঙ্গীর শাহেদ, জকিগঞ্জ টিভির আহমদ হুসেন আইমান ও জামাল আহমদ, জকিগঞ্জ ভিউর সম্পাদক আহমদ আল মনজুর প্রমুখ।