জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জে ইভটিজিং এর দায়ে আব্দুস ছামাদ (২১) নামে এক বখাটে যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বখাটে আব্দুস ছামাদ মানিকপুর ইউনিয়নের সুরানন্দপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে বখাটে যুবক ওই মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করে আসছে। ঘটনার দিন স্থানীয় পূর্ব ইছামতি দাখিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে দুধেরচক এলাকায় ইভটিজিং করাকালে জকিগঞ্জ থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম ফয়সাল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, তার নিজের স্বীকারোক্তি ও উপস্থিত স্বাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।