হাজী তৈয়ব আলী মাদ্রাসার সাবেক সুপার মাও. আব্দুল কুদ্দুছ আর নেই

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসার  অবসরপ্রাপ্ত সুপার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের কৃতিসন্তান মাও. আব্দুল কুদ্দুস আজ দুপুর ১২ টা ২০ মিনিটের সময় উনার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাযার নামাজ আজ রাত ৮ টার সময় গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘদিন থেকে নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন।

মরহুম মাওলানা আব্দুল কুদ্দুস একজন স্বনামধন্য আলেম ছিলেন। তিনি হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসা ছাড়াও বিয়ানীবাজার উপজেলার দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও রহমতাবাদ দাখিল মাদ্রাসার সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মরহুমের ইন্তেকালে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন জাতীয় দৈনিক ইনকিলাব ও স্থানীয় দৈনিক পুণ্যভূমি পত্রিকার জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি, সাপ্তাহিক সবুজ প্রান্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জুবায়ের আহমদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন