রাত পোহালেই শরীফগঞ্জ বণিক সমিতির নির্বাচন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস


নিজস্ব প্রতিবেদক ::
জমে উঠেছে জকিগঞ্জের শরীফগঞ্জ বণিক সমিতির নির্বাচন। রাত পোহালেই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোটার ও সাধারণ জনগণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। শরীফগঞ্জ বাজার নির্বাচনে এত উৎসাহ উদ্দীপনা এর আগে কখনো দেখা যায় নি। ভোটার ও সাধারণ জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি কতটুকু অর্জন হবে এই ভোটে সেটা যেমন বলাবাহুল্য তেমনি সদ্য মিমাংসিত শরীফগঞ্জ বাজার মসজিদ পুন:নির্মানকে কেন্দ্রকরে যে উত্তেজনা হওয়া সৃষ্টি হয়েছিল তারও কিছুটা রেশ প্রভাব পড়তে পারে এই নির্বাচনে।

শরীফগঞ্জ বণিক সমিতির নির্বাচনে এবারে মোট ২০৬ জন ভোটারের মধ্যে ৬টি পদে লড়ছেন ১৫ জন প্রার্থী। তার মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন ও সদস্য পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
মাঠ পর্যায়ের জরিপে সভাপতি পদে চেয়ার প্রতিক মোঃ উসমান গণি ও ছাতা প্রতিক নিয়ে মোঃ ফখরুল ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস মিলেছে।
সহ-সভাপতি পদে হেলিকপ্টার প্রতিকের কাওসার আহমদের চেয়ে বই মার্কার প্রতিনিধি মোঃ আতিকুর রহমান কিছুটা এগিয়ে থাকতে পারেন।
সাধারণ সম্পাদক পদে সাইকেল প্রতিকের শাহাব উদ্দীন, কাপপিরিছ প্রতিকের শাহেদ আহমদ ও টেবিল প্রতিকের আব্দুছ ছালামের মধ্যে তুমুল প্রতিদ্বন্ধিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সহ-সাধারণ সম্পাদক পদে তালাচাবি মার্কার প্রতিনিধি  হুমায়ূন রশীদ চশমা প্রতিকের জামিল আহমদের চেয়ে কিছুটা এগিয়ে থাকতে পারেন।
কোষাধ্যক্ষ পদে অনেকটা এগিয়েই রয়েছেন মোবাইল প্রতিকের মোঃ নূরুল ইসলাম।
আর সদস্য পদের ৬জনের মধ্যে আলোচনায় রয়েছেন আম মার্কার ময়নুল হক। তাছাড়া ঘড়ি মার্কার প্রতিনিধি রুহুল আমিন ও ফুটবল মার্কার প্রতিনিধি আব্দুছ ছালামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
শরীফগঞ্জ বণিক সমিতির নির্বাচনে ৬ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ নির্বাচন তদারকির দায়িত্বে রয়েছেন। এর মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক আতাউল হক মাস্টারকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে তেলাওয়াত হোসেন চৌধুরী মুরাদকে রাখা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা হিসেবে রয়েছেন ডাঃ মোঃ আব্দুল হামিদ ও মাওলানা মোঃ শরিফ উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মারওয়ান ও আবুল মনসুর সাহেদ।

তাছাড়া ভোট গ্রহনের জন্য প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সচিব, সুলতানপুর ইউনিয়ন পরিষদের সচিব ও মানিকপুর ইউনিয়ন পরিষদের সচিব।
সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহনের পরিবেশকে সুশৃঙ্খল রাখতে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন