হযরত শাহনূর এম এ মতিন চৌধুরী (র.) কল্যাণ ট্রাষ্টের আত্মপ্রকাশ

জকিগঞ্জ প্রতিনিধি ::
পিছিয়ে পড়া জকিগঞ্জের আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহ প্রদানসহ সামাজিক কল্যাণ মূলক কাজে সহায়তার জন্য প্রখ্যাত পীর এম এ মতিন চৌধুরীর (র.) পরিবারের একক অর্থায়নে একটি ট্রাষ্ট গঠনে অদ্য ১৭ নভেম্বর ২০২৩, শনিবার, সকাল ১১ ঘটিকায় আটগ্রামের রায়গ্রামস্থ পীর এম এ মতিন চৌধুরীর (র.) ডাক বাংলোয় জকিগন্জ উপজেলার আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা সমূহের প্রধান ও সিনিয়র শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রায়গ্রাম হযরত শাহনূর সেলিনা ইসলাম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং ডা. তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মুহিবুর রহমান ও উত্তরকূল দারুছছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা  জনাব আলবাব আহমদ চৌধুরী। তিনি তার বক্তব্যে মরহুম পীর এম এ মতিন চৌধুরীর ধর্মীয় ও সামাজিক বিভিন্ন  খেদমতের ধারাবাহিকতা বজায় রেখে  মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহয়তা প্রদানসহ সামাজিক কার্যক্রম পরিচালনার অভিপ্রায় ব্যক্ত করলে উপস্থিত সকলেই ব্যাপক পর্যালোচনান্তে তার এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে "হযরত শাহনূর পীর এম এ মতিন চৌধুরী ( র.) কল্যাণ ট্রাষ্ট" গঠন করে প্রাথমিকভাবে ২০২৩ সালের জন্য আলিয়া মাদ্রাসার ইবতদায়ী ৫ম থেকে দাখিল দশম শ্রেণি এবং হাফিজিয়া মাদ্রাসার প্রাথমিক, মধ্যমিক এবং তাকমিল স্তরে মেধাবৃত্তি পরীক্ষা গ্রহণ পূর্বক বৃত্তি প্রদানের  সর্বসম্মত সিদ্ধান্ত   গ্রহণ করেন।
উক্ত পরীক্ষা গ্রহণ ও ট্রাষ্টের গঠনতন্ত্র প্রণয়নের নিমিত্ত ট্রাষ্টের প্রতিষ্ঠাতা মো. আলবাব আহমদ চৌধুরীকে আহবায়ক, ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার প্রভাষক (আরবি) মাওলানা মো. আব্দুল লতিফ শামীমকে যুগ্ম আহবায়ক, উত্তরকূল দারুছছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ফখরুল ইসলামকে সদস্য সচিব, রায়গ্রাম শাহনূর সেলিনা ইসলাম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মো. নিজাম উদ্দিন, ডা. তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মুহিবুর রহমান,  সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম ও নওয়াগ্রাম  হযরত ফাত্তাহ শাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মাছুম খানকে সদস্য নির্বাচিত করে সাত সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

চাপঘাট রহিমপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. আব্দুর রহিম তাপাদারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন - ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর  রহমান চৌধুরী, জকিগনজ ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. হুছাইন আহমদ তাপাদার, ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার, প্রভাষক (আরবি)  মাওলানা মো. আব্দুল লতিফ শামীম, সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.  কুতবুল আলম,  আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুস সবুর,বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো.  ফারুক আহমদ, বরকতপুর মান্নানীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. খলিলুর রহমান, মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো.  আব্দুল ওয়াদুদ চৌধুরী, থানাবজার লতিফয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দিন খাদিমানী, গোটারগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহি উদ্দিন, চাপঘাট রহিমপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাশুক আহমদ, নওয়াগ্রাম হযরত ফাত্তাহ শাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো.  মাছুম খান, রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল  কুদ্দুস চৌধুরী তাজুল, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা মো. আব্দুর রউফ, কসকনকপুর গাজীর মোকাম দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. নাজমুল হক, মাওলানা মো. আব্দুল মালিক, নবীগনজ দারুছছুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. আব্দুল খালিক,লতিফিয়া কমপ্লেক্স ফুলতলীর ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুল মজিদ, মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. ছাদ উদ্দিন, হযরত শাহজালাল দারুছ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আব্দুল কাদির, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাষ্টার  মো. মারুফ আহমদ সুমন, আনোরাসী ইসলামপুর লতিফিয়া  ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা মো.  আব্দুল মান্নান, গোটারগ্রাম দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. আব্দুল লতিফ,  কসকনকপুর লষ্করবাড়ী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল হালিম, ইছামতি রফিকিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ জামিল আহমদ, নয়াবাজার হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা সফিক আহমদ,প্রমূখ।
পরিশেষে পীর এম এ মতিন চৌধুরীর (র.) উত্তরাধিকারী জনাব আলবাব আহমদ চৌধুরী ও ইংল্যান্ড প্রবাসী সাহেদ আহমদ চৌধুরীর সমৃদ্ধি কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।

নবীনতর পূর্বতন