জনপ্রিয় উপস্থাপক প্রয়াত রেদওয়ান মাহমুদকে ভূলেনি টিভি পরিবার
জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জের প্রথম অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল 'জকিগঞ্জ টিভি'র জনপ্রিয় উপস্থাপক মরহুম রেদওয়ান মাহমুদকে স্মরণের মধ্য দিয়ে ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বর্ষের পদার্পন অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ নভেম্বর ২০২৩) অনুষ্ঠিত হয়েছে। দিনভর আয়োজনে ছিলো জকিগঞ্জ টিভির জনপ্রিয় উপস্থাপক মরহুম রেদ্বওয়ান মাহমুদ এর কবর যিয়ারত, ইছামতি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে নানান প্রজাতির বৃক্ষ রোপণ ও সন্ধ্যায় জকিগঞ্জ টিভি পরিবার ও শুভানুধ্যায়ীদের নিয়ে উৎসব মুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে উদযাপন।
দিনব্যাপী এই আয়োজনে জকিগঞ্জ টিভির সাথে ছিলেন ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আমিন চৌধুরী রিলন, সহকারী শিক্ষক মাওলানা শাহিন আহমদ, ডা. তফাজ্জল আলী মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, কালিগঞ্জ বাজারের সাবেক সাধারণ সম্পাদক সওদাগর সেলিম, ইছামতি শাহী ঈদগাহর সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ চৌধুরী, সাংবাদিক আহসান হাবিব লায়েক, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক ভিপি মাওলানা আকবর আহমদ চৌধুরী, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি এর সাবেক সভাপতি সাকিব আল হাসান, স্বপ্নের কৃষি টিভির আজাদুর রহমান, তাজুল ইসলাম, আক্তারুজ্জামান, মাজহারুল ইসলাম চৌধুরী, এস টি রিপন, দুলাল আহমদ, ছলকু আহমদ প্রমুখ।
জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, ডিরেক্টর জামাল আহমদ ও হেড অফ নিউজ আহমদ হোসাইন আইমান, এডিটর জেএফ চৌধুরী ফাহিম, স্টাফ রিপোর্টার আবীর আল নাহিয়ান জকিগঞ্জ টিভির শুভানুধ্যায়ী, কলাকৌশলী, লেখক-সাংবাদিক, কবি-সাহিত্যিক ও দেশ-বিদেশে থাকা দর্শকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আপনাদের সর্বাত্মক সহযোগিতা, ভালোবাসা ও অকুন্ঠ সমর্থনকে পুঁজি করে জকিগঞ্জ টিভিকে আমরা আজকে শূন্য থেকে ৭ বছরে নিয়ে আসতে পেরেছি।