জকিগঞ্জে ইফার সুপারভাইজারের বিরুদ্ধে বলৎকারের অভিযোগ! অপসারণ চান শিক্ষকরা

জকিগঞ্জ প্রতিনিধি::
জকিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের বিরুদ্ধে এক কিশোরকে অনৈতিক কাজ করার চেষ্ঠার অভিযোগের পর এবার তার অপসারণ দাবী করেছেন ইফার ৬৪ জন শিক্ষক। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে এ দাবী জানান ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন শাখার শিক্ষকগণ।

৬৪ জন শিক্ষকের স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করা হয়, ইফার ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান সম্প্রতি সময়ে এক কিশোরকে অনৈতিক কাজের চেষ্ঠা করেন। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ১৭ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করে ঐ কিশোর। ফিল্ড সুপারভাইজারের এহেন কর্মকান্ডে ইফার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ ঘটনায় আলিম উলামাসহ সাধারণ মানুষের মনে ক্ষোভ দেখা দিয়েছে। ইফার সুনাম রক্ষায় দ্রুত ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানকে জকিগঞ্জ উপজেলা থেকে অপসারণ করতে শিক্ষকগণ দাবী জানান।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইফার ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের বিরুদ্ধে এক কিশোর লিখিত অভিযোগ করে জানায়, তাকে একা পেয়ে ইফার ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান টাকার প্রলোভন দিয়ে অনৈতিক কাজের চেষ্ঠা করেন। কিন্তু সে অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় হাবিবুর রহমান জোর করে তুলে নিয়ে যাবার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে ইফার ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগের বিষয়ে তাঁর কিছু জানা নেই জানিয়ে কল কেটে দেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল জানান, ইফার ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের বিরুদ্ধে এক কিশোর অনৈতিক কর্মকান্ডের অভিযোগ করে। অভিযোগটি ইফার সিলেট কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তদন্তাধীন রয়েছে। বৃহস্পতিবার নতুন করে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা তাঁর অপসারণ চেয়ে একটি দরখাস্ত করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবীনতর পূর্বতন