সবুজ প্রান্ত ডেস্ক :::
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ শিক্ষার্থীরাও বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে। রবিবার (২২ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ফাজিল ও কামিল স্তর ডিগ্রী ও মাস্টার্স সমমানের হওয়ায় মাদ্রাসার ফাজিল ও কামিল পাস শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ আছে। তারা অংশ নিতে পারবে।
জাতীয় সংসদের অধিবেশনের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, রোববার একাদশ জাতীয় সংসদের শেষ বা ২৫তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে আগামী ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত।
ফাজিল ও কামিলকে ইতোমধ্যে ডিগ্রী ও মাস্টার্সের মান দিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) সহ এদেশের আলেম উলামাদের দীর্ঘদিনের দাবী ও আন্দোলনের প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করে ফাজিলকে স্নাতক ও কামিলকে স্নাতকোত্তর মান প্রদান করা হয়েছে। বর্তমানে ফাজিলে বিভিন্ন বিষয়ে ৪ বছর মেয়াদী অনার্স কোর্সও চালু রয়েছে।
সিলেটের বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা, সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা ও শাহজালাল জামেয়া পাঠানটুলা কামিল মাদ্রাসায় অনার্স কোর্স চালু রয়েছে।