জানাযার নামাজ থেকে দুই চেয়ারম্যানের মোবাইল ফোন খোয়া

জকিগঞ্জ প্রতিনিধি  ::
জকিগঞ্জে আওয়ামীলীগ নেতা ঠিকাদার আব্দুশ শহীদের জানাযা থেকে জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ ও কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়ার মোবাইল হারিয়ে গেছে। সোমবার সকাল ১০ টার সময় খলাছড়া মাদ্রাসা মাঠে সড়ক দূর্ঘটনায় নিহত উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ঠিকাদার আব্দুস শহীদের জানাযায় অংশ গ্রহন করেন এই দুই চেয়ারম্যান। জানাযা শেষে ভীড়ের মধ্যে খোয়া যায় তাদের মোবাইল ফোন। ইতোমধ্যে মোবাইল ফোন খোয়া যাওয়ার বিষয়ে জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

তাঁদের মোবাইল ফোনে ফেসবুক, ম্যাসেঞ্জার, ইমু ও হোয়াটসঅ্যাপ থেকে কেউ কারো সাথে যোগাযোগ করে কেউ প্রতারণার চেষ্টা করলে সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করেছেন এই দুই চেয়ারম্যান।

নবীনতর পূর্বতন