বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জকিগঞ্জ উপজেলার আওতাধীন কাজলসার ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল ২টার সময় আটগ্রাম বাস-স্টেশন সংলগ্ন ইউপি শাখার অস্থায়ী কার্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২০২৩/২৫ সেশনের কার্যকরী পরিষদ গঠন করা হয়। কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ী। সহকারী নির্বচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. জুবায়ের আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাও. সৈয়দ আহমদ আল জামিল, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান।কাউন্সিলে বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রহিম বুলবুলে কামালীকে সভাপতি, মাও. আব্দুল বাছিতকে সাধারণ সম্পাদক ও নুরুল ইসলাম নুরুকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি হাজী আমিন উদ্দীন, মাও. মুহি উদ্দীন ও মাও. জবরুল ইসলাম। সহসাধারণ সম্পাদক মাও. শহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল আহাদ, প্রচার সম্পাদক মাহতাব আহমদ, সহ-প্রচার সম্পাদক জালাল উদ্দীন, অর্থ সম্পাদক হাঃ আব্দুল আহাদ, প্রশিক্ষণ সম্পাদক ঈসমাইল হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুছ ছামাদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাও. আহমদ আল মসরুর, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সেলিম আহমদ, অফিস সম্পাদক তোফায়েল আহমদ বাবর, নির্বাহী সদস্য হাফিজ বুরহান উদ্দীন, জালাল উদ্দীন ও নজরুল ইসলাম চৌধুরী।