গাজায় হামলার প্রতিবাদে জকিগঞ্জে আল-ইসলাহ তালামীযের বিক্ষোভ

জকিগঞ্জ প্রতিনিধি :::
ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে গতকাল রবিবার বাদ জোহর জকিগঞ্জে আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা কর্তৃক এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিশ্বমুসলিম ঐক্য গড় আল-আকসা মুক্ত কর, গাজায় গণহত্যা-বন্ধ কর, করতে হবে। দখলদার ইসরায়েল নিপাত যাক-ফিলিস্তিন  মুক্তি পাক ইত্যাদি নানা শ্লোগানে মুখরিতর হয়ে উঠে জকিগঞ্জ শহর। মিছিলটি জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম. এ হক চত্ত্বরে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা আল-ইসলাহ'র সভাপতি মাও. ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ীর সভপতিত্বে ও উপজেলা তালামীযের সভাপতি আলীম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাও. আব্দুস সবুর, উপজেলা আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আব্দুল গণি, জকিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল আহমদ, উপজেলা আল-ইসলাহ'র সহ-সভাপতি মাও. ইমাদ উদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. কুতবুল আলম, সহ-সাধারণ সম্পাদক মাও. ফদলুর রহমান, পৌর আল-,ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. জুবায়ের আহমদ, শিক্ষা ও  সম্পাদক কায়েস মাহমুদ চৌধুরী শিপার, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হালিম লিমন, জকিগঞ্জ সদর ইউনিয়ন আল-ইসলাহ'র সভাপতি হাফিজ মাওলানা আব্দুর রহমান, থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাশুক আহমদ আইয়রী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল মালিক লালোপাড়ী, মাওলানা আব্দুল মালেক শিমেরবন্দী, জকিগঞ্জ ইউপি আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক হাফিজ আলী হোসেন, বারঠাকুরী ইউনিয়ন আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল মান্নান, উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ছাব্বীর প্রমুখ।

নবীনতর পূর্বতন