প্রাক্তন ছাত্র পরিষদ জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার আহবায়ক কমিটি গঠন

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::
জকিগঞ্জ উপজেলা স্বনামধন্য দ্বীনি বিদ্যাপীঠ জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক ছাত্রদের সমন্বয়ে গঠিত প্রাক্তন ছাত্র পরিষদ এর কার্যনির্বাহী কমিটি পুনর্গঠনের লক্ষে গতকাল শনিবার সকাল ১১ টার সময় মাদ্রাসা কনফারেন্স হলে পরিষদের সহ-সভাপতি মাওলানা ফদ্বলুর রহমানের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন ছাত্র পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে সর্বসম্মতিক্রমে মাও. কাজী হিফজুর রহমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, হাজী তৈয়ব আলী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ্য হাফিজ মাওলানা জামিল আহমদ, মাওলানা ময়নুল হক ও সাইফুর রহমান শিপন প্রমুখ। উক্ত আহবায়ক কমিটিকে আগামী ২ মাসের মধ্যে প্রাক্তন ছাত্র পরিষদ পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব প্রদান করা হয়।

নবীনতর পূর্বতন