দোয়ারাবাজার উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন

শাহ মাশুক নাঈম সভাপতি, লায়েক সোহাগ সম্পাদক 
সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলাধীন দোয়ারাবাজার (পশ্চিম) উপজেলা শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল ও অভিষেক ২৭ এপ্রিল, বৃহস্পতিবার, সকাল ১১ঘটিকায় উপজেলার বাগানবাড়ি হাফিজিয়া  মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়। 

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম।  সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। 

উপজেলা সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আলী আহমদ নাঈম, অফিস সম্পাদক আবু সুফিয়ান জালালী।   
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে শাহ্ মাশুক আহমদ নাঈমকে  সভাপতি, লায়েক আহমদ সোহাগকে সাধারণ সম্পাদক ও খাইরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি কাজী ইমদাদ সিদ্দিকী, দিলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক  মুহি উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, নুর আলম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সহ প্রচার সম্পাদক তাজুল ইসলাম, অর্থ সম্পাদক সালাহ উদ্দিন, অফিস সম্পাদক মাহদি হাসান রাজন, সহ-অফিস সম্পাদক জালাল উদ্দীন,  প্রশিক্ষণ সম্পাদক আবু সালেহ জাকারিয়া, সহ- প্রশিক্ষণ সম্পাদক কামাল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহিন আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কুতুবুর রহমান, সহ- তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু সালেহ, সদস্য- মুস্তাক আহমদ, সাদিকুর রহমান বাবুল, হাবিবুর রহমান, মুরাদ আহমদ চৌধুরী, নুর আহমদ, ইমরান আহমদ, সাদির হুসাইন, মাহবুবুর রহমান উজ্জ্বল, জাকির হোসেন, জাবেদ আহমদ, শামিম আহমদ,শুয়েব আহমদ, সাদিকুর রহমান, সুমন আহমদ।

কাউন্সিলে শেষে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম।
নবীনতর পূর্বতন