জকিগঞ্জে আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দীস ছাহেব (রহ)-এর ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন

বহুবিদ দ্বীনি খেদমতের মাধ্যমে মুহাদ্দিস ছাহেব (রহ) আমাদের মধ্যে যেন জীবিত রহিয়াছেন 
   -আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী


সাপ্তাহিক সবুজ প্রান্ত ::: 
রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড়ছাহেব কিবলাহ ফুলতলী বলেছেন শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ) বহুবিধ দ্বীনি খেদমতের মাধ্যমে যেন আমাদের জীবিত রহিয়াছেন। তিনি আমৃত্যু অসুস্থ শরীর নিয়েও মুর্শিদ কিবলাহ'র নির্দেশে প্রতি রামাদানে ফুলতলীতে ইলমে কেরাতর খেদমতে করে গেছেন। বহু মানুষকে স্নেহ-মায়া করে ইলমে হাদীসের শিক্ষা দান কনেছেন। তার সবচেয়ে বড়গুন হলো তিনি একজন বড় ছাবির তথা ধৈয্যশীল মহান ব্যক্তি ছিলেন। হুসনে সুলুকে তার তুলনা তিনি নিজেই। এরকম বহুবিধ দ্বীনি খেদমতের মাধ্যমে তিনি আমাদের মধ্যে জীবিত রহিয়াছেন। হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড়ছাহেব কিবলাহ ফুলতলী গতকাল জকিগঞ্জের রারাই মুহাদ্দিস ছাহেব বাড়ী সংলগ্ন মাঠে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর সুযোগ্য খলীফা শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান (রহ)-এর ১ম বার্ষিক ঈসালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন। 

মঙ্গলবার সকাল ১০ টার সময় খতমে কুরআন, খতমে বুখারী, মিলাদ শরীফ ও মুহাদ্দীস ছাহেব (রহ)-এর বড় ছাহেবজাদা দারুল হাদীস লতিফিয়া ইউকের সিনিয়র শিক্ষক মাও. আবদুল আউয়াল হেলালের দোয়ার মাধ্যমে শুরু হয়ে দেশ বিদেশের বরণ্য আলেম উলামা, পীর মাশায়েখ ও শিক্ষাবিদের বক্তব্যের মাধ্যমে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে ফজরের নামাজের মাধ্যমে সমাপ্ত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রবীন শিক্ষক প্রফেসর ড. ইউসরি রুশদী জাবর আল হাসানী, আল্লামা ছাহেব কিবলাহ (রহ)-এর সুযোগ্য উত্তরসুরী হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, ভারতের উজানডিহীর পীরছাহেব সৈয়দ মোস্তাক আহমদ আল-মাদানী, সৈয়দ জুনাইদ আহমদ মাদানী, দারুল হাদীস লতিফিয়া লন্ডনের গভর্ণিং বডির চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আব্দুল জলিল, অট্রেলিয়ার প্রফেসর ড. আহমদ আনিসুর রহমান, আনজুমানে আল-ইসলাহ'র মহাসচিব মাও. একেএম মনোহর আলী, আমেরিকা প্রবাসী শায়খ আবি আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, জার্মানির এরফোর্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক হাফিজ মাও. মারজান আহমদ চৌধুরী ফুলতলী, সায়্যিদ মুরাদ আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. আবু সালেহ মো: কুতবুল আলম, হুলিয়ারপাড়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাও. মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. শিহাব উদ্দীন আলিপুরী, মুফতি বেলাল আহমদ, মোশাহিদ আহমদ কামালী, গাছবাড়ী জামেউল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাও. বশির উদ্দীন, কালীগঞ্জ বাজার মসজিদের খতীব মাও. আজিজুর রহমান, দারুন নজাত কামিল মাদ্রাসার শিক্ষক মাও. মোহাম্মদ ফরিদ, সৎপুর দারুল হাদীস কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আবু জাফর মোঃ নোমান, লন্ডন প্রবাসী মুফতি মোহাম্মদ এহসান, থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. শিহাবুদ্দীন খাদিমানী, মালেয়শিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ ইয়াসিন। মাহফিলে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।
নবীনতর পূর্বতন