সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়ির মসজিদ সংলগ্ন পুকুরে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে গতকাল বাদ আসর সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের বেতসান্দি গ্রামের ছালিম উদ্দিনের ছেলে মানষিক ভারসাম্যহীন খসরু মিয়ার (৪০) মৃত্যু হয়েছে।
জানা যায় মানষিক ভারসাম্যহীন খসরু মিয়াকে নিয়ে তার স্ত্রী, ছেলে, ভাই ও ভাগনা ফুলতলীতে যিয়ারতের উদ্দেশ্য আসেন। এসময় পরিবারের সদস্যদের পুকুরপারে রেখে তিনি গোসলে নেমে সাতার কাটতে শুরু করে পুকুরের মধ্যখানে চলে যান। হঠাৎ করে হেচকি উঠে তিনি ডুবে যেতে শুরু করেন। পরিবারের সদস্যরা পুকুরে নেমে তাকে উদ্ধার করতে যান কিন্তু ততক্ষণে তিনি পানিতে তলিয়ে যান। অনেক খোজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিস ও জকিগঞ্জ থানায় যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উপস্থিত হয়ে পরদিন সকালে উদ্ধার তৎপরতা চালাবেন বলে জানান।
পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় পুকুরে জাল ফেলে ২য় বারের প্রচেষ্টায় তার লাশ পাওয়া যায়। তার লাশ প্রশাসনের উপস্থিতিতে পরিবারের সদস্যদের হাতে সমজিয়ে দেওয়া হয়।
ফুলতলী ছাহেব বাড়ির পুকুরে ডুবে এক মানষিক ভারসাম্যহীন ব্যাক্তির মৃত্যু
জুবায়ের আহমদ
-
0