জকিগঞ্জে আব্দুল বাছিত হিফজুল কুরআন প্রতিযোগীতার পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জে উপজেলাব্যাপী ঐতিহাসিক হিফজুল কুরআন প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন আল কুরআন হচ্ছে বিশ্বশান্তি প্রতিষ্ঠার একমাত্র মুক্তির সনদ ও পথপদর্শক। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারাই, যারা কুরআন শিক্ষা গ্রহন করে ও শিক্ষা দান করে। ঐশিগ্রন্থ আল কুরআন হচ্ছে বিশ্বশান্তি প্রতিষ্ঠার একমাত্র মুক্তির সনদ ও পথপদর্শক। গতকাল শনিবার দুপুর ২ টা থেকে জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে আব্দুল বাছিত হিফজুল কুরআন প্রতিযোগীর পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী আব্দুল বাছিতের সভাপতিত্বে ও সাংবাদিক জুবায়ের আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুকউদ্দীন আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের লোকমান উদ্দীন চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, সিলেট নাইওরপুল জামে মসজিদের খতীব মাও. নজমুদ্দীন কাসেমী, দারুল হাদীস লতিফিয়া ইউকের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল হেলাল, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সবুর, জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন, জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ এম. আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবুল হাসান, পূবালী ব্যাংকের জিএম মাহবুব আহমদ চৌধুরী।

উপজেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে খ গ্রুপে ১ম স্থান অর্জন করে নগদ ৩০ হাজার টাকা, সনদ ও ক্রেষ্ট অর্জন করেন জামেয়া মোহাম্মদিয়া হাড়িকান্দি মাদ্রাসার শিক্ষার্থী জুবায়ের আলম, ও ক গ্রুপে চ্যাম্পিয়ান হয়ে নগদ ২০ হাজার টাকা সনদ ও ক্রেষ্ট অর্জন করে দারুল আযকার মাদ্রাসা এন্ড কালচারাল সেন্টারের শিক্ষার্থী শফিকুর রহমান ছাকিব। খ গ্রুপে ২য় স্থানে নগদ ২০ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট অর্জন করে শাহবাগ জামেয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম মাদ্রাসার ছাত্র কেফায়াতুল্লাহ মাসরুর ও ক গ্রুপে নগদ ১৫ হাজার, সনদ ও ক্রেস্ট অর্জন করে
মোশাহিদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী ইমন আহমদ। ৩য় স্থানে খ গ্রুপে নগদ ১৫ হাজার টাকা, ক্রেষ্ট ও সনদ অর্জন করে জামেয়া দারুল আজহার দরগা বাহারপুর মাদ্রাসার ছাত্র মোঃ সানাউল্লাহ, ও ক গ্রুপে নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ লাভ করেন মাদরাসাতুল মদিনা বালাউটের শিক্ষার্থী রেদওয়ান হোসাইন। ৪র্থ স্থানে খ গ্রুপে নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ অর্জন করেন দারুল আযকার মাদ্রাসা এন্ড ইসলামিক কালচারাল সেন্টার কলাকুটার ছাত্র আবু সালমান উসামা ও ক গ্রুপে নগদ ৭ হাজার টাকা, ক্রেষ্ট ও সনদ অর্জন করে দারুল হুফফাজ নূরানী মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল জীবান।
৫ম স্থানে খ গ্রুপ থেকে নগদ ৭ হাজার টাকা, ক্রেষ্ট ও সনদ লাভ করে জামেয়া হোসাইনিয়া গফফারনগর বীরশ্রীর ছাত্র মুক্তধীর আহমদ মুজম্মিল, ক গ্রুপে অলিউর রহমান হামযা, বালাউট দারুল কোরআন মাদ্রাসা। তাছাড়া আরো ২০ জন ছাত্রকে সম্মাননা ক্রেষ্ট তুৃলে দেন অতিথিরা।

হিফজুল কোরআন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাও. কুতবুল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক কাজী হিফজুর রহমান, সদস্য কে এম মামুন, মাও. আলাউদ্দীন তাপাদার, মাও. ফদ্বলুর রহমান, হাজী এস আলম ও ব্যবসায়ী নেতা আলীম উদ্দীন প্রমুখ।

এর আগে সকাল ১০ টায় প্রতিযোগীর চুড়ান্ত পর্বের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র মহাসচিব অধ্যক্ষ মাও. একেএম মনোওর আলী। বিচারকের দায়িত্ব পালন করেন শাহজালাল রহমানিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির আল আযহারী, হুফফাজুল কোরআন সিলেটের সেক্রেটারি হাফিজ মাওলানা ওলিউর রহমান ও ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ধারন, ছাতকের পরিচাৃলক হাফিজ মাও. আব্দুল আজীজ।
নবীনতর পূর্বতন