বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গত ২ ডিসেম্বর সিলেটস্থ্য আইডিয়া অফিসে এক সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলার বিএনএফ এর সদস্য সংগঠনগুলো কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। জেছিসের নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে ও আইডিয়ার সহকারী পরিচালক নাজিম আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসডিএসের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ, এইচডিও এর নির্বাহী পরিচালক মো. মনসুর আলম, এডাবের সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতার ও আরডব্লিউডিও এবং এওয়ার্ড এর কর্মকর্তাবৃন্দ।
সভায় বিএনএফ এর ফান্ড দিয়ে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।