জকিগঞ্জের কৃতিসন্তান, জকিগঞ্জের মাদ্রাসা শিক্ষার অন্যতম পৃষ্ঠপোষক মাওলানা ফখরুল ইসলাম ট্রাষ্টের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্যস্থ্য শাহজালাল জামে মসজিদ কিথলী এর ইমাম ও খতীব, আনজুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা ফখরুল ইসলাম (৬৮) আর নেই। উমরাহ পালনের জন্য সফররত অবস্থায় শুক্রবার রাতে তিনি পবিত্র মক্কা মুকাররামায় ইন্তিকাল করেছেন।
শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর অত্যন্ত প্রিয়ভাজন হযরত মাওলানা ফখরুল ইসলাম সারা জীবন দ্বীনের খিদমতের পাশাপাশি এতীম-অনাথ-দুঃস্থ মানুষের সাহায্যার্থে গড়ে তুলেছেন শিক্ষা ট্রাস্ট, এতীমখানা এবং হাসপাতাল।
দেশে থাকাকালিন সময়ে তিনি জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীবের দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ী জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ (গোটারগ্রাম)। খ্যতিমান এ আলেমের ইন্তেকালে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।