জকিগঞ্জ রোডে সড়ক দূর্ঘটনায় গণমাধ্যম কর্মী রেদ্বওয়ান মাহমুদের মৃত্যু

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
সিলেট-জকিগঞ্জ রোডের সড়কের বাজার এলাকায় আজ দুপুর ৩টার সময় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ছড়াকার, উপস্থাপক ও গণমাধ্যম কর্মী রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী (২৫) মারা গেছেন। এ নিয়ে জকিগঞ্জ রোডে ১৫ দিনের মধ্যে ৪ জন প্রাণ হারালেন। 

নিহত রেদ্বোয়ান মাহমুদ জকিগঞ্জ উপজেলার খলাদাপনিয়া গ্রামের মাও. কবির আহমদের একমাত্র সন্তান। সিলেটের এম.সি কলেজের অর্থনীতি ৩য় বর্ষের ছাত্র ছিলেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নবীনতর পূর্বতন