জকিগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::

"দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যযুব দিবস উদযাপন উপলক্ষে গতকাল জকিগঞ্জে সিলেট ডেভেলেপমেন্ট সোসাইটি (এসডিএস) এর উদ্যোগে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদের সভাপতিত্বে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দার, ভেটেরিনারি সার্জন ওয়াজেদ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা শফিউল ইসলাম, উন্নয়ন কর্মী সাজু আহমদ প্রমুখ।
নবীনতর পূর্বতন