জকিগঞ্জে আসছেন পাকিস্তানের শীর্ষ আলেম আল্লামা মুফতি আব্দুল মান্নান


সাপ্তাহিক সবুজ প্রান্ত :::

বিশ্ববিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামে'আ দারুল উলুম করাচির নাইবে মুফতি, জকিগঞ্জের কৃতি সন্তান আল্লামা মুফতি আব্দুল মান্নান আজ দেশে আসছেন। করাচি থেকে দুবাই হয়ে আজ রাতে ঢাকায় পৌছবেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি রাজধানী ঢাকা, চট্রগ্রাম ও সিলেটের বেশ কয়েকটি ইসলামী মাহফিলে বক্তব্য রাখবেন। 

মুফতি আব্দুল মান্নান সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রারাই গ্রামের সন্তান। সিলেটের হযরত শাহজালাল দরগাহ মাদ্রাসায় লেখাপড়া শেষ করে চলে যান পাকিস্তানের দারুল উলূম করাচীতে। সেখানে লেখাপড়া শেষ করে অদ্যাবদি ৪০ বছর যাবৎ দারুল উলুম করাচীর নাইবে মুফতি পদে কর্মরত আছেন। শাহজালাল দরগাহ মাদ্রাসার সাবেক মুহতামিম সিলেটের প্রখ্যাত ফকীহ হযরত মাওলানা মুফতি আবুল কালাম যাকারিয়া (রহ.) ছিলেন তার সহপাঠি। 

পাকিস্তান সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি আল্লামা মুফতি তাকী উসমানী ও মুফতিয়ে আজম আল্লামা রফী উসমানী পর দারুল উলুম করাচিতে তাঁর প্রভাব ও গ্রহণযোগ্যতা ব্যাপক। 
নবীনতর পূর্বতন