বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে এএলআরডি এর সহযোগীতায় সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) কর্তৃক গত বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসডিএসের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাস, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুল মুহিত, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ওয়াজেদ আলী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল কাদির।
সভায় বক্তারা বলেন, মানব সভ্যতা শুরু হয়েছিল নদী কেন্দীক, মানুষ প্রথমে বসতি গড়েছিল নদীর তীরে। নদীকে কেন্দ্রকরে ব্যবসা বাণ্যিজ শুরু হয়েছিল। দিন বদলের পালায় নদীগুলো ক্রমান্বয়ে ভরাট হয়ে নাব্যতা হারায় যার ফলে আগেরমত আর নদীতে নৌকা স্টিমার জাহাজ সহ জলযান চলতে পারে না। একদিকে যেমন শুষ্ক মৌসুমে নদী পানি শূন্য হয়ে পরে অপর দিকে বর্ষাকালে নদীর পানি উপছে পড়ে জনবসতি প্লাবিত করে। এতে জীবন জীবিকা হারায়। স্থানীয় প্রসাশন নদী রক্ষা করতে গেলে অনেক সময় অনাকাঙ্কিত পরিস্থিতির মোকাবেলা করতে হয়। যাহা আমাদেরকে বিব্রত করে। নদী ভরাট হয়ে যে আমাদের কি পরিমাণ জন জীবনে ক্ষতি হতে পারে তাহা বিগত বন্যায় আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কাজেই আগামী প্রজন্মের স্বার্থে আমাদেরকে নদী জখল ও দূষণ থেকে রক্ষা করা অবশ্যই অপরিহার্য গুরুত্বপূর্ণ একটি কাজ।