ধূমপানের নির্দিষ্ট স্থান নির্ধারণের বিধান নিষিদ্ধের দাবীতে জকিগঞ্জে এসডিএসের অবস্থান কর্মসূচী

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জাতীয় তামাকমুক্ত দিবস ২০২২ উপলক্ষে ডব্লিউবিবি ট্রাষ্ট্রের সহযোগীতায় বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)'র সহযোগী সংস্থা এসডিএসের কর্তৃক মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গনে ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের বিধান বাতিলের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচী থেকে জানানো হয় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সাল নাগাদ তামাক ব্যবহার নির্মূলের অঙ্গীকারকে বাস্তবে রুপ দিতে তামাক বিরোধী জোট নিরলসভাবে কাজ করছে। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে তামাক নিয়ন্ত্রন আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। তামাক নিয়ন্ত্রন আইন সংশোধন ঠেকাতে উঠেপড়ে লেগেছে 'নাসিব' নামক সংগঠন। তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে। যা কোন ভাবেই কাম্য নয়। অবস্থান কর্মসূচী থেকে বহুজাতিক তামাক কোম্পানীগুলোর দেশের কোথাও ধূমপানের স্থান নির্ধারণ ঠেকাতে জোর দাবী জানানো হয়। 

এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, সুপ্তা রানী বিশ্বাস ও আদিলুর রহমান প্রমুখ।
নবীনতর পূর্বতন