জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর সহযোগীতায় ও এসোসিয়েশন অব ডেভেলেপমেন্ট এজেন্সীস ইন বাংলাদেশ-(এডাব) কর্তৃক বাস্তবায়নাধীন কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় করোনা মোকাবেলার অভিজ্ঞতা বিনিময় নিয়ে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমুহের সাথে শতদল কর্তৃক সোমবার উপজেলা পরিষদ হলরুমে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে ও শতদলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত টাউন হল মিটিং এ প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন এডাবের বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতার, ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উম্মে সালমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেজাউল করিম, দৈনিক সমকালের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মামুনুর রশীদ, এডাবের কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী শওকত হাসান আখঞ্জী।
শতদলের প্রধান নির্বাহী তুতিউর রহমান চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মিটিংএ করোনা মোকাবেলার অভিজ্ঞতা বিনিময় করে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী কাজী রিয়েল, মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্সল স্কুল এন্ড কলেজের প্রভাষক জাহেদ হাসান, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক অমল কুমার পুরকায়স্থ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ইপিআই) নীহার রঞ্জন পাল, এডাবের কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আইএসপি কর্মকর্তা মনির হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মওসুফ, গীতা পাঠ করেন পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল।
টাউন হল মিটিংএ স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমুহের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগন, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
বিষয়
কোভিড-১৯