জকিগঞ্জ উপজেলার শতাব্দী প্রচীন ঐহিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি মনোনীত হয়েছেন জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুস সবুর।
গত ২ আগষ্ট ২০২২ খ্রি. তারিখের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯ এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে সভাপতি মনোনয়ন সহ ১০ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী গভর্ণিং বডি বোর্ড কর্তৃক অনুমোদন দেয়া হয়।
ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুরকে সভাপতি ও মাদ্রাসার প্রিন্সিপালকে সদস্য সচিব করে অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: দাতা সদস্য আহমদ মনসুর আলম, সাধারণ শিক্ষক সদস্য (৩ জন) হলেন প্রভাষক আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান ও শিব্বির আহমদ, অভিভাবক সদস্য (৪জন) হলেন আব্দুল জব্বার, আব্দুল হান্নান, আইনুল হক খান ও মোস্তাক আহমদ।
কমিটিকে ১ জন শিক্ষানুরাগী ব্যক্তিকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে কো-অপ্ট করে নেওয়ার ক্ষমতাও প্রদান করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
মাও. আব্দুস সবুর এর আগেও অত্র মাদ্রাসার এডহক কমিটিরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।