ইউনিসেফের সহায়তায় ও এডাব কর্তৃক বাস্তবায়নাধীন কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় সিলেট ডেভেলেপমেন্ট সোসাইটি (এসডিএস)'র ব্যবস্থাপনায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা সচেতনতামুলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
এসময় শিক্ষার্থীদের করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে নিয়মিত মাস্ক পরিধান, হাত ধোয়া ও পরিস্কার পরিচ্ছতা বজায় রাখতে অনুরোধ জানানো হয়।
গত ২৩ ও ২৪ আগষ্ট জকিগঞ্জের সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন, ইমদাদ মজুমদার বিদ্যানিকেতন, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামুলক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ক্লাস রুটিন, স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়।
এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদের তত্তাবধানে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কুতুব উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক জনাব অসীম কান্তি ভৌমিক প্রমুখ।
বিষয়
শিক্ষা