সিলেটে এডাব কর্তৃক কোভিড-১৯ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত


সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::

ইউনিসেফের আর্থিক সহযোগিতায় এডাব কর্তৃক বাস্তবায়িত কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা রোববার (২১ আগস্ট) সিলেট শহরস্থ এনজিও ফোরামের হলরুমে অনুষ্টিত হয়েছে।

শতদলের নির্বাহী পরিচালক তুতিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেছিসের নির্বাহী পরিচালক ও এডাবের কেন্দ্রীয় কমিটির সদস্য এ টি এম বদরুল ইসলাম।

এডাবের বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতারের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল, স্র্যাকের নির্বাহী পরিচালক কয়েস আহমদ তালুকদার, এডাবের কেন্দ্রীয় ফিল্ড কো অর্ডিনেটর সাইফুর রহমান চৌধুরী ও মনিটরিং অফিসার রাজু আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহাব উদ্দিন শাহিন, রাইজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম, বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটির নির্বাহী পরিচালক রোকসানা আকতার, উপমার নির্বাহী পরিচালক নাসের এম এস বখত, এডাব সিলেট জেলার সমন্বয়কারী শওকত হাসান আকঞ্জী, আইএসপি কর্মকর্তা মনির হোসেন, সাপ্তাহিক সবুজ প্রান্ত পত্রিকার সম্পাদক জুবায়ের আহমদ প্রমুখ।

নবীনতর পূর্বতন