জাতিসংঘ আন্তর্জাতিক শিশু শিক্ষা তহবিল-ইউনিসেফ ও এসোসিয়েশন অব ডেভেলেপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ-এডাব এর সহযোগীতায় স্বেচ্চাসেবী সংস্থা শতদল কর্তৃক কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্ততা টিকাবার্তা যোগাযোগ জোরদার করন প্রকল্পের আওতায় আজ (১৭আগষ্ট, বুধবার) সকাল সাড়ে ১০টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে সর্বধর্মীয় নেতৃবৃন্দকে নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সৈয়দ এহসানুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
শতদলের প্রধান নির্বাহী তুতিউর রহমান চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি অধ্যাপক রবীন্দ্র কুমার নাথ, ফেঞ্চুগঞ্জ কেন্দ্রীয় জামে মনজিদের ইমাম ও খতীব সৈয়দ মওসুফ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন দেব নাথ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মামুন রশীদ প্রমুখ।
কর্মশালার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী আব্দুল্লাহ আল মওসুফ, গীতা পাঠ করেন বিউটি রানী পাল। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন এডাবের কোভিড-১৯ প্রকল্পের সিলেট জেলার আইএসপি অফিসার মোঃ মনির হোসাইন।
কর্মশালায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতীব ও মন্দিরের পুরোহিত গন উপস্থিত ছিলেন।
বিষয়
কোভিড-১৯ প্রতিরোধ