ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেছেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধ করতে কমিউনিটি নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। সাধারণ মানুষ কমিউনিটি নেতাদের শ্রদ্ধার সাথে সকল কথা শুনেন ও মানেন। তাই করোনা প্রতিরোধে সকল প্রকার কমিউনিটি নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান রবিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলে শতদল এর উদ্যোগে এডাব ও ইউনসেফ এর সহযোগিতায় কোভিড ১৯ প্রতিরোধ ঝুঁকি নিরূপন, যোগাযোগ জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচী, কমিউনিটি লিডারদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদুল হকের সভাপতিত্বে ও শতদল এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জুবায়ের আহমদের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান, বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আবু সাঈদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নূরুল হুদা, ১নং ফেঞ্চুগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মামুনুর রশীদ, প্রমুখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শতদলের নির্বাহী প্রধান তুতিউর রহমান চৌধুরী। কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প সম্পর্কে ধারণামুলক বক্তব্য রাখেন এডাবের সিলেট জেলা সমন্বয়কারী শওকত হাসান আখঞ্জী, উপস্থিত ছিলেন এডাবের আইএসপি কর্মকর্তা মনির হুসেন।
বিষয়
কোভিড-১৯