জকিগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে সর্বধর্মীয় নেতৃবৃন্দের কর্মশালা অনুষ্ঠিত

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সল বলেছেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধ করতে ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। সাধারণ মানুষ ধর্মীয় নেতাদের শ্রদ্ধার সাথে সকল কথা শুনেন ও মানেন। তাই করোনা প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারেন। তিনি সর্বধর্মীয় নেতৃবৃন্দকে এ বিষয়ে এগিয়ে আসার আহবান জানান।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে সিলেট ডেভেলেপমেন্ট সোসাইটি এসডিএসের উদ্যোগে এডাব ও ইউনসেফ এর সহযোগিতায় কোভিড ১৯ প্রতিরোধ ঝুঁকি নিরূপন, যোগাযোগ জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচী, কমিউনিটি লিডারদের অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদের সভাপতিত্বে ও ফোকাল পার্সন জুবায়ের আহমদের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাদিয়া আক্তার লিজা, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবুল হাসান,  এডাব সিলেট জেলার আইএসপি কর্মকর্তা মনির হুসেন, পাসকপের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র। 

কর্মশালার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন থানাবাজার জামে মসজিদের ইমাম হাফিজ আলী হুসেন, গীতা পাঠ করেন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি জ্যোতিষ চন্দ্র পাল। 

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মাওলানা ফদ্বলুর রহমান ও হাইদ্রাবন্দ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুর রহমান। 
নবীনতর পূর্বতন