জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

জকিগঞ্জ উপজেলার গণমাধ্যম কর্মীদের অন্যতম প্লাটফর্ম জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার লক্ষে এক জরুরী সাধারণ সভা সোমবার (২০ জুন) বিকাল ৩টার সময় জকিগঞ্জ ডাক বাংলোয় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জুবায়ের আহমদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল মুকিত (এমডি-জকিগঞ্জ টিভি), মোহাম্মদ কামরুজ্জামান (সাব-এডিটর-দৈনিক সিলেট মিরর), মাজহারুল ইসলাম জয়নাল (সম্পাদক-নকশী বাংলা), জামাল আহমদ (ডিরেক্টর-জকিগঞ্জ টিভি), আহসান হাবীব লায়েক (জকিগঞ্জ প্রতিনিধি-দৈনিক এই বাংলা), তারেক আহমদ (সম্পাদক-সাপ্তাহিক জকিগঞ্জের ডাক), লিমন তালুকদার (সম্পাদক-জকিগঞ্জ টাইমস), আহমদ আল মনজুর (সম্পাদক-জকিগঞ্জ ভিউ), রায়হান আহমদ (নির্বাহী সম্পাদক-জকিগঞ্জের ডাক), আব্দুল্লাহ আল সুহেল (নির্বাহী সম্পাদক-সাপ্তাহিক সবুজ প্রান্ত) প্রমুখ।

সভায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করার লক্ষে জকিগঞ্জ উপজেলায় কর্মরত নতুন আরো ৫ জন গণমাধ্যম কর্মীকে তাদের আবেদনের প্রেক্ষিতে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সদস্যপদ প্রাপ্তরা হলেন, জকিগঞ্জ টিভির এডিটর জেএফ চৌধুরী ফাহিম, হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি জুবায়ের আহমদ, জেডটিভি অনলাইনের এমডি হাবিবুল্লাহ মিসবাহ ও আবীর আল নাহিয়ান। তাছাড়া জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার কারনে বারবার আহবান করার পরেও কোনো সাড়া না দেওয়ার কারনে প্রেসক্লাবের সভাপতি এটিএম ফয়সলকে চুড়ান্ত নোটিশ প্রদান করা হয়।

ক্লাবের কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী কাউন্সিল পর্যন্ত সাংবাদিক জুবায়ের আহমদকে আহবায়ক ও মো. হাবিবুর রহমানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক আব্দুল মুকিত, সদস্য মোহাম্মদ কামরুজ্জামান ও আহমদ আল মনজুর। গঠিত আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে প্রেসক্লাব পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র প্রণয়ন করার জন্য দায়িত্ব প্রদান করা হয়।
নবীনতর পূর্বতন