বালূচর মাদ্রাসায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শপথ হোক এমন এক বাংলাদেশের যা চেয়েছিলেন আমাদের পূর্বসুরীরা ১৭৫৭ খ্রিস্টাব্দের পলাশীর পরাজয়ের পর থেকে ১৯৭১ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ আন্দোলন-সংগ্রামে। আজ শপথ হোক যে স্বপ্ন বুকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ খ্রিস্টাব্দের নয় মাস যুদ্ধ করে রক্ত এবং প্রাণ দিয়েছেন তা বাস্তবায়নের। দেশ এবং দেশের মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা - সার্বভৌমত্ব রক্ষা হোক আজকে আমাদের শপথ। শুধু শ্লোগান, বক্তব্য আর পোশাকে নয়, আমাদের দেশপ্রেম হতে হবে হৃদয়ের অনুভবে, বিশ্বাসে এবং কর্মে। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের প্রতিটি মানুষকে শপথ নিতে হবে জ্ঞান, বুদ্ধি, কর্ম আর প্রেমের সমন্বয়ে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার।
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট শহরের বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়া ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ছাত্র সংসদের মূখপত্র বালুচরের বিজয় দিবস সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও গবেষক সৈয়দ মবনু একথাগুলো বলেন। বিজয় দিবসের দিন দুপুর বারোটায় ছাত্র সংসদের সভাপতি হাফিজ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে জামিয়া চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিআ সিদ্দিকিয়ার উপ-পরিচালক হেলাল হামাম, শৈলীর উপদেষ্টা ফিদা হাসান, সালেহ আহমদ সাদী, জামিআ সিদ্দিকিয়ার শিক্ষক মাওলানা জাফর ইকবাল, হোস্টেল সুপার মাওলানা ইমরান আহমদ, ছাত্র সংসদের সাবেক সভাপতি শামীম গাজী, শৈলীর সভাপতি সুফিয়ানআহমদ। ছাত্র সংসদের পাঠাগার ও অফিস সম্পাদক হাফিজ মারুফ আহমদের পরিচালনায় দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন নোমান আহমদ ও হানিফ আল মামুন। সবশেষে বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ ও ছাত্র সংসদ নেতৃবৃন্দ।
নবীনতর পূর্বতন